নোয়াখালীতে সড়কের আড়াই একর জমি উদ্ধার, অবৈধ ৩০০ দোকান উচ্ছেদ
নোয়াখালীতে সড়ক বিভাগের জমিতে অবৈধ স্থাপনকৃত ৩০০ দোকান উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সড়ক বিভাগের প্রায় আড়াই একর জমি উদ্ধার করা হয়।
কবিরহাট উপজেলার ভূইয়ার হাট বাজারে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।
জানা যায়, ভূইয়ার হাট বাজারের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সড়ক বিভাগের জমিতে অবৈধ দোকানপাট স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সড়ক সম্প্রসারণে অসুবিধা হওয়ায় বিভিন্ন সময় তাদের নোটিশসহ মাইকিং করা হয়। সর্বশেষ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানার নেতৃত্বে তিন শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয় এবং আড়াই একর জমি উদ্ধার করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা ঢাকা পোস্টকে বলেন, ভূইয়ার হাট বাজার এলাকায় গড়ে ওঠা এসব দোকানপাটের কারণে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হতো। এতে চলাচলকারী সাধারণ মানুষ ভোগান্তির শিকার হতো। এ ছাড়াও সড়ক সম্প্রসারণে অসুবিধা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করার আগে গত কয়েকদিন যাবৎ মাইকিং করে সবাইকে সতর্ক করা হয়েছিল। অবৈধ স্থাপনার বিরুদ্ধে আমাদের এই উচ্ছেদ কর্মসূচি অব্যাহত থাকবে।
অভিযানের সময় সড়ক বিভাগ নোয়াখালীর উপবিভাগীয় প্রকৌশলী মো. মোতাহার হোসেনসহ সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।
হাসিব আল আমিন/এএমকে