পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল স্কুলছাত্রীর
বরগুনার বামনা উপজেলায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে আজমেরী আক্তার মীম (১২) নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। স্কুল থেকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টর চাপায় এ ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থী উপজেলার কালাইয়া নামক এলাকার আ. হালিমের মেয়ে ও বুকাবুনিয়া ইউনিয়নের জাফ্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বামনা উপজেলার পাথরঘাটা-ঢাকা মহাসড়কের পাশে জাফ্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের গেট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন
জানা যায়, বামনা উপজেলার জাফ্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা চলছিল। বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ধর্ম বিষয়ের পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয় আজমেরী আক্তার মীম। এসময় স্কুল গেট সংলগ্ন পাথরঘাটা-ঢাকা মহাসড়কের একটি ব্রিজ পার হতে গেলে পেছন থেকে আসা একটি ট্রাক্টর চাপা দেয় তাকে। এতে ঘটনাস্থলেই নিহত হয় সে। পরে স্থানীয় এলাকাবাসী ও স্কুলের অন্য শিক্ষার্থীরা ট্রাক্টরসহ চালক হাসানকে আটকে রাখেন। এছাড়াও সহপাঠীর মৃত্যুতে এক ঘণ্টার বেশি সময় ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্কুলের শিক্ষার্থীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন।
এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ হাওলাদার বলেন, স্কুল শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক ট্রাক্টর চালক হাসানকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে মামলা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মো. আব্দুল আলীম/এসএসএইচ