ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ফেনীতে মশাল মিছিল
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও বিলোনিয়া সীমান্তে এসে বাংলাদেশকে কটাক্ষ করে উগ্র হিন্দুত্ববাদীদের বক্তব্যের প্রতিবাদে ফেনীতে মশাল মিছিল করেছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে জেলা স্বেচ্ছাসেবক পরিবারের ব্যানারে আয়োজিত মিছিলটি শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়। পরে খেজুর চত্বর, বড় মসজিদ ও প্রেসক্লাব প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এসময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ত্রিপুরা না ফেনী, ফেনী-ফেনী’, ‘ভারতের দাদাগিরি, থুথু মারি থুথু মারি’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমার দেশের অপমান, সইবে না রে জনগণ’, ‘হাইকমিশনে হামলা কেন, দিল্লি তুই জবাব দে’, ‘ভারতীয় আগ্রাসন নিপাত যাক’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’ এমন নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা।
আরও পড়ুন
মিছিল শেষে বক্তব্যে স্বেচ্ছাসেবক খুরশিদ রহমান সূর্য বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে গঠিত সরকারকে বিব্রত করতে প্রতিবেশী রাষ্ট্র ভারত নানা ষড়যন্ত্র করে আসছে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, নানা উসকানিমূলক বক্তব্য দিয়ে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। সম্প্রতি তারা পরশুরামের বিলোনিয়া সীমান্তে এসে উগ্র বক্তব্য দিয়েছেন। এসবের প্রতিবাদে আমাদের এ আয়োজন।
এসময় স্বেচ্ছাসেবক পরিবারের সদস্য এসবি প্রিয়, রুবেল তারেক ও আব্দুল হান্নানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
তারেক চৌধুরী/এসএসএইচ