রাজবাড়ী সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলায় রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওহিদুজ্জামান শেখকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান।
এর আগে বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ী সদর থানার মূলঘর ইউনিয়নের বাঘিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. ওহিদুজ্জামান শেখ রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাঘিয়া গ্রামের মৃত জনাব আলী শেখের ছেলে। তিনি মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
জানা গেছে, গত ১৮ জুলাই বিকেল ৩টার দিকে কোটা সংস্কার আন্দোলনের জন্য বৈষম্যবিরোধী ছাত্র, অভিভাবক ও শিক্ষকরা রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে অবস্থান নেন। এ সময় বিকেল ৩টা ৪০ মিনিটে পূর্বপরিকল্পনা অনুযায়ী আওয়ামী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে অতর্কিত আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এ সময় সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী ও কাজী ইরাদত আলীর নির্দেশে সন্ত্রাসীরা আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্য বোমা নিক্ষেপ করে ও আগ্নেয়াস্ত্র দিয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আন্দোলনকারীদের বেধড়ক মারপিট করে গুরুতর জখম করে সন্ত্রাসীরা।
এ ঘটনায় গত ৩০ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ১৭০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার ১৩৩ নম্বর আসামি ওহিদুজ্জামান শেখ।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, সদর থানার টিম ও ডিবির টিম যৌথ অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে মো. ওহিদুজ্জামান শেখকে গ্রেপ্তার করা হয়েছে।
মীর সামসুজ্জামান সৌরভ/এমজেইউ