ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আশুলিয়ায় আ. লীগ নেতা গ্রেপ্তার
সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় রস্তম আলী নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।
এর আগে বুধবার রাতে সাভারের কলমা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন
গ্রেপ্তারকৃত রস্তম আলী সাভারের সদর ইউনিয়নের কলমা এলাকার মৃত হাতেম আলীর ছেলে। তিনি সাভারের সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়ায় নাজমুল নামে এক ছাত্র গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। ওই হত্যা মামলায় ৪৪ নং আসামি রস্তম আলী।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক ঢাকা পোস্টকে বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আশুলিয়া থানায় ছাত্র হত্যা মামলা ছিল। তাকে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
লোটন আচার্য্য/এমএসএ