মায়ের সঙ্গে অভিমান করে প্রাণ দিলো স্কুলছাত্রী
পঞ্চগড়ে মায়ের সঙ্গে অভিমান করে উম্মে রুম্মান সাথী (১৬) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউপির কাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাথী ওই এলাকার হাফিজার রহমানের মেয়ে। সে হারাদিঘী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আরও পড়ুন
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আত্মহত্যার তথ্য ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
পুলিশ ও পরিবার জানায়, সকালে মায়ের সঙ্গে কোনো কারণে অভিমান হয় সাথীর। দুপুরে ছোট ভাইকে ঘরে বাইরে পাঠিয়ে দরজা বন্ধ করে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়।
নিহতের দাদা মোকলেসুর রহমান জানান, সাথী খুব মেধাবী মেয়ে ছিল। এবার সে এসএসসি পরীক্ষার্থী ছিল। কি কারণে ফাঁস দিয়েছেন কারণ বলতে পারছি না।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত কবির জানান, আমরা তথ্য পেয়েছি সকালে মেয়েটি তার মায়ের সঙ্গে মান অভিমান হয়। এটাকে কেন্দ্র করে দুপুরে সে ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হতে পারে। ময়নাতদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসকে দোয়েল/এমএসএ