কুমিল্লায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
কুমিল্লা নগরীর অশোকতলা রেলগেট এলাকার লন্ডন হাউজের পাশে বাড়ি থেকে ডেকে নিয়ে মো. সজীব হোসেন বাবু (২০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে অশোকতলা রেলগেট সংলগ্ন এলাকা থেকে সজীবকে থেকে ডেকে নিয়ে আহত করা হয়। বুধবার (৪ ডিসেম্বর) সকালে কুমিল্লা নগরীর মুন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
নিহত সজীব দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে। দেবিদ্বারের স্থানীয় একটি মাদরাসার এইচএসসি শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি নগরীর স্বপ্ন সুপারশপে চাকরি করতেন।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, অশোকতলা এলাকার একাধিক মাদক মামলার আসামি নয়ন বন্ডের সঙ্গে সজীবের সখ্যতা গড়ে ওঠে। একপর্যায়ে দুজনের মধ্যে আর্থিক লেনদেন হয়। আর্থিক লেনদেনের জেরে দুজনের মধ্যে শত্রুতা তৈরী হয়। মঙ্গলবার রাতে নয়ন বন্ডের নেতৃত্বে ৫-৬ জনের একদল দুর্বৃত্ত সজীবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এ সময় অশোকতলা রেলগেটে নিয়ে বেদম পিটিয়ে মৃত ভেবে মরদেহ রেললাইনের পাশে ফেলে চলে যায়। পরে সজীবের পরিবার তাকে উদ্ধার করে কুমিল্লা মুন হসপিটালে নিয়ে ভর্তি করেন। বুধবার সকালে তার মৃত্যু হয়।
ওসি মহিনুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি আমরা আজ বিকেলে জানতে পেরেছি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থানা আছে। তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন। ঘাতকদের গ্রেপ্তারের জন্য সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মাঠে কাজ করছে।
আরিফ আজগর/এমজেইউ