জামালপুরে দুই মামলায় সাবেক এমপি আজাদ কারাগারে
জামালপুরে নাশকতার দুই মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে তাকে জামালপুর সদর আমলি আদালতে নেওয়া হলে বিচারক রুমানা আক্তার এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আনিসুজ্জামান জানান, গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্রদের একটি মিছিল জামালপুর উচ্চ বিদ্যালয় মোড় অতিক্রম করার সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও গুলি করে। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এ ঘটনায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদত হোসেন সাগর গত ১ নভেম্বর জামালপুর সদর থানায় আবুল কালাম আজাদসহ ১০ জন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করে ও নাম-পরিচয়হীন ২০০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেন।
এছাড়াও ২০২২ সালের ১২ ডিসেম্বর শহরের বকুলতলা মোড়ে পথসভা ও অবস্থান কর্মসূচি পালনকালে বিএনপির নেতাকর্মীদের ওপর ককটেল নিক্ষেপ এবং শর্টগান দিয়ে গুলি চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় জামালপুর শহর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন গত ১৮ নভেম্বর জামালপুর সদর থানায় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ ১৬ জনের নামে ও নাম-পরিচয়হীন আরও দুই শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা করেন। এই মামলা দুটিতে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরবর্তী ধার্য তারিখে তার জামিন ও রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ বলেন, আসামির জামিনের জন্য আবেদন করলে আদালত তা গ্রহণ করেন এবং পরবর্তী তারিখে জামিন শুনানির আদেশ দেন।
তিনি আরও বলেন, ঘটনার সাথে আসামির কোনো সংশ্লিষ্টতা নেই, তিনি ওই সময় জামালপুরে ছিলেন না।
এর আগে গত ৫ অক্টোবর রাজধানীর ধানমন্ডি থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে জামালপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
মুত্তাছিম বিল্লাহ/আরএআর