আগরতলায় দূতাবাসে হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান পার্বত্য জেলার ছাত্রনেতারা।
সোমবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিক্ষোভ মিছিলটি জেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে জেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক মোড় এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে ছাত্রনেতারা বলেন, বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করা মানে মুক্তিযুদ্ধের বীর শহীদদের অবমাননা করা। ভারতের আগ্রাসনমুক্ত বাংলাদেশ গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে অর্জন করেছি। বহু ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা বিলীন হতে দেব না।
ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তারা আরো বলেন, যারা বাংলাদেশকে নিয়ে নীলনকশা আঁকছে তাদের উদ্দেশ্য কোনোদিন বাস্তবায়ন হবে না। একজন বাংলাদেশি বেঁচে থাকতে ভারতের গোলামি করব না। শহীদদের রক্ত বৃথা যেতে দেব না।
পথসভায় বক্তব্য রাখন ছাত্রনেতা আসিফ ইকবাল, হাবিব আল মাহমুদ, মো. মুছা-সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য নেতারা।
জেডএস