আগরতলায় দূতাবাসে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের ভাঙাব্রিজ এলাকা থেকে মিছিল বের করা হয়।
মিছিলকারীরা শহরের প্রধান সড়ক হয়ে শাপলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় ভাঙাব্রিজ এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করে।
সংক্ষিপ্ত সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু বক্তব্য দেন।
এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তালেব, সদর উপজেলা বিএনপির সভাপতি মফিজুর রহমানসহ জেলা, সদর উপজেলা, পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশ থেকে পালিয়ে গিয়ে হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে। হাসিনার ইন্ধনে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালিয়েছে উগ্রবাদীরা।
বক্তারা অভিযোগ করে বলেন, খাগড়াছড়িতে প্রশাসনের সামনেই ইস্কনের ব্যানারে বিভিন্ন অপরাধে অভিযুক্ত মামলার আসামি যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রামের নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেষ্টা করছেন। প্রশাসনকে এসব অপতৎপরতা রোধে মামলার আসামিদের আটক করতে অনুরোধ জানান।
মোহাম্মদ শাহজাহান/এএমকে