মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রি কলেজ পরিচালনা কমিটি গঠন নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত তিনজন বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার দারিয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সাজাহান মেম্বারের বড় ভাই অ্যাডভোকেট তারিকুল ইসলামকে সভাপতি করে পাঁচ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়। সভাপতি পদে তারিকুল ইসলামের প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বিশ্বাস বঞ্চিত হন। এ ঘটনার প্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে জিল্লুর রহমান বিশ্বাসের নেতৃত্বে কলেজের অধ্যক্ষ রমেন্দ্র নাথ বাছাড়ের পদত্যাগ দাবি করে দারিয়াপুর বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিক্ষোভ মিছিলটি কলেজের সামনে পৌঁছালে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপের নেতৃত্বে লাঠি ও হকিস্টিক নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত যুবদল কর্মী রাজন মাহমুদ কায়েমকে ফরিদপুর মেডিকেলে এবং ফরহাদ, হাবিব ও শুকুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তবে এ ঘটনায় পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন বিএনপির দুই নেতা। দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ বলেন, দুই দিন আগেই মাইকিং করে দারিয়াপুর ডিগ্রি কলেজের সামনে যুবদলের একটি কর্মী সমাবেশের ঘোষণা করা হয়। আমরা সকাল থেকেই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ জিল্লুর রহমান বিশ্বাসের নেতৃত্বে একটি মিছিল এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।
জিল্লুর রহমান বলেন,দারিয়াপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড়ের অপসারণ ও পদত্যাগের দাবিতে একটি শান্তিপূর্ণ মিছিল কলেজের দিকে গেলে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপের লোকজন আমাদের মিছিলে অতর্কিত হামলা চালায়।
দারিয়াপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমেন্দ্র নাথ বাছাড় বলেন, কমিটি গঠনে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। কমিটির বিষয়ে উৎসাহীদের মধ্যকার বিরোধের জেরে মিছিল কিংবা সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলি বলেন, এ বিষয়ে কোনো পক্ষের কাছ থেকেই লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমজেইউ