‘প্রতিবন্ধী সন্তান আমাদের সমাজের বোঝা নয়, তারা আমাদের সম্পদ’
‘অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, কোনো প্রতিবন্ধী সন্তান আমাদের সমাজের জন্য বোঝা নয়, তারা আমাদের সম্পদ। আমরা কখনোই তাদেরকে অবহেলা করব না। তারা আমাদের সমাজের একটি অংশ। আমরা তাদেরকে সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চাই।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৩ জন বিজয়ী ও সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের ‘হাড়িভাঙ্গা’ ক্যাটাগরিতে ৩ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র থেকে ১৬টি ও এনজিও রাসের থেকে ২টি হুইল চেয়ার বিতরণ করা হয়ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহীম টিটন, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস বক্তব্য রাখেন।
জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার অজয় কুমার হালদারের সঞ্চালনায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. মো. নাসির উদ্দীন আহমেদ, হাসপাতাল সমাজসেবা অফিসার বোরহান উদ্দিন হাওলাদার, এনজিও রাসের নির্বাহী পরিচালক ও জেলা এনজিও ফেডারেশনের সভাপতি মো. লুৎফর রহমান লাবু প্রমুখ বক্তব্য রাখেন।
মীর সামসুজ্জামান সৌরভ/আরকে