ফেনীর বিসিক অঞ্চলে ক্ষতি ১৫ কোটি টাকা, সরকারি সহায়তার দাবি
স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যয়ের মুখে পড়েছে ফেনীর বিসিক শিল্প নগরীর উদ্যোক্তারা। বন্যায় এখানকার শিল্প উদ্যোক্তাদের ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) বিকেলে ফেনী প্রেসক্লাবে ক্ষয়ক্ষতি অবহিতকরণ ও পুনর্বাসনের বিষয়ে বিসিক শিল্প নগরী শিল্প মালিক সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বিসিক শিল্প মালিক সমিতির সহ-সভাপতি মাঈন উদ্দিন আহমেদ কামরান বলেন, ফেনীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বিসিক শিল্প নগরী ৫ ফুট পানির নিচে তলিয়ে যায়। একসপ্তাহ পানির নিচে থেকে কারখানার যন্ত্রপাতি, কাঁচামাল ও উৎপাদিত মালামাল সব নষ্ট হয়ে গেছে। এতে আমাদের ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে তিনটি রপ্তানিমুখী কারখানাসহ ৩৭টি ছোট-বড় কারখানা রয়েছে।
তিনি বলেন, আমরা ইতোমধ্যে বাণিজ্য উপদেষ্টা, শিল্প, অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে ক্ষয়ক্ষতির বিবরণ পাঠালেও এখনো কোনো সাড়া মেলেনি। নানা জটিলতায় এখনো পুরোপুরি উৎপাদনে ফিরতে পারিনি। সরকার যদি কিছু সহায়তা প্রদান করে, ব্যাংক ঋণ মওকুফ বা স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করে তাহলে আমরা ঘুরে দাঁড়াতে পারব।
বিসিক শিল্প মালিক সমিতির কোষাধ্যক্ষ আতাউর রহমান টিটু বলেন, আমাদের এখানে ৪ হাজার লোকের কর্মসংস্থান। এখানের উদ্যোক্তারা সরকারকে প্রতিবছর ৫৭ কোটি টাকা ভ্যাট-ট্যাক্স প্রদান করে। ফেনী ছাড়াও পার্শ্ববর্তী অন্যান্য জেলার লোকজনও এখানে জড়িত। এ অর্থনৈতিক কাঠামো সচল রাখতে সহায়তার প্রয়োজন।
এ সময় ফেনী চেম্বার অব কমার্সের পরিচালক জালাল উদ্দিন বাবলু, বিসিক শিল্প নগরীর কোষাধ্যক্ষ ও সেরা ফুড ইন্ডাস্ট্রির পরিচালক আতাউর রহমান টিটু, পরিচালক মো. সালাহ উদ্দিন শামীম, ফেনী দাওয়াখানার পরিচালক আতিকুল আলমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
তারেক চৌধুরী/আরকে