বৈষম্য দূর করতে চাইলে শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে
পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের বৈষম্য দূর করতে চাইলে শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও জনসংহতি সমিতির সিনিয়র সহ-সভাপতি ঊষাতন তালুকদার।
রোববার (২ ডিসেম্বর) সকালে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭তম বর্ষপূর্তি উপলক্ষ্যে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঊষাতন তালুকদার বলেন, পাহাড়ের অশান্ত পরিস্থিতি দূর করতেই শান্তিচুক্তি হয়েছিল। কিন্তু সেই চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে এখনো বৈষম্য ও অশান্ত পরিবেশ পরিলক্ষিত হচ্ছে। আমাদের চুক্তি দেশ ও বাঙালির স্বার্থের বিরুদ্ধে নয়। আমরা বিচ্ছিন্ন নই, আমাদেরকে আমাদের মতো করে থাকতে দিন। আমাদের জাতীয় অস্তিত্ব ও ভূমির অধিকার ফেরত চাই।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক উ উইন মং জলির সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষাবিদ শিশির চাকমা, জনসংহতি সমিতির ছাত্রবিষয়ক সম্পাদক জুয়েল চাকমা, মহিলা সমিতির নেত্রী আশিকা চাকমা, জনসংহতি সমিতির নেতা অরুণ ত্রিপুরা।
গণসমাবেশে নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে ভূমি সমস্যা বেড়েই চলেছে। চুক্তি মোতাবেক গঠিত প্রতিষ্ঠানগুলো কার্যকর না হওয়ায় পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। তাই দ্রুত শান্তিচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন জোরদার করতে নেতাকর্মীদের আহ্বান জানান তারা।
মিশু মল্লিক/এমজেইউ