নরসিংদীতে বিক্রির সময় টিসিবির ৫৪ বস্তা চাল আটক
নরসিংদীতে বাজারে বিক্রিকালে টিসিবির ৫৪ বস্তা চাল আটক করেছে উপজেলা প্রশাসন। রোববার (১ ডিসেম্বর) রাতে নরসিংদীর বাজার থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ আলিদা এন্টারপ্রাইজের মালিক টিসিবির ডিলার সাদ্দাম হোসেন নরসিংদী বাজারে অবৈধভাবে টিসিবির চাল বিক্রি করে আসছিলেন। তিনি নরসিংদী পৌরসভার ৪নং ওয়ার্ডে টিসিবির ডিলারের দায়িত্বে ছিলেন। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে হৃদয় নামে এক ব্যক্তি নরসিংদী বাজারে চাল বিক্রি করতে গেলে জনতার হাতে আটক হয়। পরে জনতার চোখ ফাঁকি দিয়ে কৌশলে হৃদয় পালিয়ে যায়। পরবর্তী সময়ে জনগন প্রশাসনকে খবর দিলে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে চাল জব্দ করে।
এ বিষয়ে নরসিংদী উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরিন বলেন, টিসিবি’র চাল বিক্রি করছে এমন সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল থেকে চালগুলো জব্দ করেছি। চাল বিক্রির ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তন্ময় সাহা/আরকে