পুলিশ যে ভয়াবহতার শিকার হয়েছে তা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে
পুলিশ যে ভয়াবহতার শিকার হয়েছে তা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান।
তিনি বলেন, আমাকে বিভিন্নজনে প্রশ্ন করে, পুলিশ কী এখন আগের মতোই ভীত আছে? এখনো তো স্বাভাবিক মতো কাজ কর্ম করতে পারছে না? আমি বলেছি, আমার পুলিশ সক্রিয়, আগের মতোই সক্রিয়। আপনি যদি কোনো জায়গায় ভয় পেয়ে থাকেন তাহলে ওই ভয়টা কাটিয়ে উঠতেও সময় লাগে, দুই দিন হোক পাঁচ দিন হোক লাগে। আমার অনেক পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৫ জন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। ওইদিন ওই থানায় ১৫ জন তো ছিল না, সঙ্গে আরও অনেকেই ছিল। যারা এই ভয়াবহতা দেখেছে তারা কি সহজেই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে? কিছুটা সময় লাগবে।
রোববার (১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে নওগাঁ পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে এ সমাবেশের আয়োজন করা হয়।
আলমগীর রহমান বলেন, আমি মনে করি আমার রেঞ্জের পুলিশ সদস্যদের আর কোনো ভয় নেই। গত কয়েকদিন কয়েকটি জেলা ঘুরে দেখেছি, তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে তারা ভীত না। আজকে নওগাঁ সদর মডেল থানায় পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেছি তারাও আমাকে জানিয়েছে তারা ভীত না। সুতরাং আমি মনে করি পুলিশ ভীত নয়। পুলিশ আগের মতই আছে, আপনাদের পারস্পরিক সহযোগিতার প্রয়োজন। এখানে সেনাবাহিনীর কর্মকর্তা আছেন, উনার পোশাক পুলিশের পোশাক ভিন্ন। কিন্তু আজকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক সহযোগিতায় কাজ করছি। কেন করছি? দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। আমরা যদি দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে একসঙ্গে কাজ করতে পারি। তাহলে আপনারা পারবেন না কেন? আপনারা যে মতের হন, যে পেশার হন, যে রাজনৈতিক মতাদর্শের হন আপনারা সকলেই একত্রিত হন। দেশের এই কঠিন সময়ে আপনারা একসঙ্গে মিলেমিশে কাজ করেন, আমাদেরকে সহযোগিতা করেন আপনাদেরকে আমরা সহযোগিতা করি। দেখবেন ইনশাআল্লাহ আপনাদের সেই প্রত্যাশিত অবস্থানে দেশ আবার ফিরে আসবে।
তিনি বলেন, গত ১৫ বছরে নির্যাতন এবং হয়রানির শিকার কমবেশি সকলেই হয়েছেন। এই অবস্থানে আনতে তাদের ১৫ বছর লেগেছিল, আপনি কি রাতারাতি পরিবর্তন করতে পারবেন। যদি এটি চেয়ে থাকেন তাহলে আমি মনে করি এটি বেশি চাওয়া হবে। খারাপ কাজ অল্প সময়ই করা যায় ভালো কাজ করতে সময় লাগে, ত্যাগ লাগে, সাধনা লাগে। সুতরাং আমাদেরকে একটু সময় দিতে হবে। জাতির এই ক্রান্তি লগ্নে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আর এর জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে।
নওগাঁর পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) কুতুব উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার সাবেক মেয়র নজমুল হক সনি, নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, ইসলামী আন্দোলনের সভাপতি আশরাফুল ইসলাম, জেলা জামায়াতের আমির আব্দুর রাকিব, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম আবু সায়েম, নওগাঁ জেলা জজ কোর্টের পিপি এজেডএম রফিকুল ইসলাম, সাম্প্রদায়িক সম্প্রীতি ছাত্র যুব জনতা ঐক্য পরিষদের আহ্বায়ক ইমরুল আখিয়ার পরাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁ জেলা সমন্বয়ক আরমান হোসেন ও রিয়াদুস সালেহীন।
আরএআর