খুলনায় মেঘলা আকাশ, গুঁড়িগুঁড়ি বৃষ্টি
ভোরের দিকে সূর্য উঁকি দিলেও বেলা গড়াতে দেখা দেয় মেঘের ঘনঘটা। শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১টার পর থেকেই মেঘে ঢেকে যায় খুলনার আকাশ। শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। দিনের বেশির ভাগ সময় সূর্য ঢাকা পড়েছিল মেঘের আড়ালে। বিকেল ৪টার দিকেও একই চিত্র দেখে গেছে।
আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড় ‘ফিনজাল’র প্রভাবে আকাশেই মেঘের এই ঘনঘটা, হচ্ছে গুঁড়িগুঁড়ি বৃষ্টিও।
নগরীর টুটপাড়া জোড়াকল বাজার এলাকার বাসিন্দা মাসুম বিল্লাহ বলেন, আজ শনিবার সকাল থেকে শীত কিছুটা বেশি। সেইসঙ্গে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। তারপরও সংসার পরিচালনার জন্য কাজে বের হতে হয়।
খুলনার নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী তানভীর আহেমদ বলেন, ঘুম থেকে উঠে দেখি আকাশ মেঘলা। এরপর গুঁড়িগুঁড়ি বৃষ্টি। এই আবহাওয়াতে ভার্সিটিতে যেতে মন চায়নি। বাসায় বিশ্রাম নিয়েছি। কাজের প্রয়োজনে দুপুরের পর বেরিয়েছি।
খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ ঢাকা পোস্টকে বলেন, ফিনজালের প্রভাবে দেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানে আকাশ মেঘলা রয়েছে। সকালের দিকে সূর্য দেখা গেছে। তবে আজ আর সূর্যের দেখা মেলার সম্ভাবনা নেই।
তিনি আরও বলেন, উপকূলীয় কিছু কিছু স্থানে হালকা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। আগামীকাল পর্যন্ত এভাবেই থাকবে। এরপর কিছুটা উন্নতি হবে। ৫ ডিসেম্বরের পর শীত পড়বে।
এদিকে বাংলাদেশে আঘাত না হানলেও প্রভাব পড়বে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, দেশের চার সমুদ্রবন্দরে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
মোহাম্মদ মিলন/এএমকে