নাটোরে আখ মাড়াই শুরু, উৎপাদন লক্ষ্যমাত্রা ৫ হাজার টন
নাটোর চিনিকলে চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে চিনিকলের কেইন কেরিয়ার আখ নিক্ষেপের মধ্য দিয়ে মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক (অর্থ) মো. আবুল কালাম আজাদ।
চলতি মৌসুমে ৯০ হাজার টন আখ মাড়াই করে পাঁচ হাজার ১৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চিনিকল কর্তৃপক্ষ। চিনি আহরণের হার পাঁচ দশমিক ৭০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ৬০ কর্মদিবস চিনিকলে আখ মাড়াই চলবে বলে আশা করা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক (অর্থ) মো. আবুল কালাম আজাদ বলেন, কৃষকদের আখ চাষে উদ্বুদ্ধ করতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আখ চাষ করে কৃষকরা এখন ন্যায্য মূল্য পায়, এই আস্থার কথা কৃষকদের দোরগোড়ায় পৌঁছাতে হবে। সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা চিনিকলকে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে চাই।
আরও পড়ুন
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাছুদুর রহমান, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী, জেলা জামায়াতে ইসলামীর আমির ড. নূরুল ইসলাম, নাটোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল ব্যাপারী প্রমুখ।
গোলাম রাব্বানী/টিএম