পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে গ্রেপ্তার ৩
যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে আসা তিন যুবককে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) যশোর আব্দুর রাজ্জাক কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে প্রক্সি দেওয়ার অপরাধে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জামালপুরের বরিশাবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামের মিলনের ছেলে শিপন হোসেন রাসেল (২২), শেরপুরের শ্রীবর্দি উপজেলার গৌরজরিনা গ্রামের ছবর আলীর ছেলে সামিউল হক (৩০) ও নেত্রকোণার সদর উপজেলার দুর্গাশ্রম গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে সরোয়ার হোসেন (২৮)।
যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, যশোরে পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা ছিল। শহরের আব্দুর রাজ্জাক কলেজ কেন্দ্রে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষার্থীদের আইডি কার্ড যাচাইকালে দেখা যায় পরীক্ষার্থী আলিমুলের স্থলে পরীক্ষা দিচ্ছেন শিপন হোসেন রাসেল, মোহাম্মদ রাসেলের স্থলে পরীক্ষা দিচ্ছেন শামিউল হক ও রাকিবুলের স্থলে পরীক্ষা দিচ্ছেন সানোয়ার হোসেন। ওই সময়ই ওই তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ভুয়া ৩টি প্রবেশ পত্র ও ৩টি পরীক্ষার খাতা জব্দ করা হয়।
ডিবির ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃতরা ভুয়া প্রার্থী এবং তারা একটি বিশেষ চক্রের হয়ে ভাড়ায় পুলিশ কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষা দিতে এসেছিলেন। তারা সাধারণত একটি অসাধু চক্রের হয়ে লিখিত পরীক্ষা দিয়ে থাকেন। আটককৃত তিনজনের একজন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, আরেকজন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত এবং অন্যজন একটি প্রতিষ্ঠানে চাকরিরত।
তিনজন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত ছাত্র। তারা অর্থের বিনিময়ে একটি বিশেষ চক্রের হয়ে দেশের বিভিন্নস্থানে নিয়োগ পরীক্ষায় পরীক্ষার্থীর মূল প্রবেশ পত্রে বিশেষ কায়দায় স্ক্যান করে নিজেদের ছবি বসিয়ে পরীক্ষা দিয়ে থাকে। এই চক্রের আরও তথ্য সংগ্রহে জেলা পুলিশের একটি টিমের কাজ চলমান এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা ও আদালতে সোপর্দ প্রক্রিয়াধীন।
এ্যান্টনি দাস অপু/আরকে