চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সাত সদস্য বিশিষ্ট কমিটিতে মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক ও মো. জহিরুল হক বিশ্বাস (বুলু)-কে সদস্য সচিব করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে কাউন্সিলের মাধ্যমে তৃণমূলের মতামতের পরিপ্রেক্ষিতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্য সচিব রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন– সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক মো. সাদিকুল ইসলাম, মো. শরিফ উদ্দিন, মো. তরিকুল ইসলাম ও মো. সাদিকুল ইসলাম।
আরও পড়ুন
জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, কেন্দ্রের নির্দেশনা মোতাবেক নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দলকে নতুন করে সংগঠিত করার কাজ করবে তারা। তাদের এক মাসের মধ্যে পূর্ণ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আগের আহ্বায়ক কমিটি দুই বছরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি। তাই সেই কমিটি বিলুপ্ত করা হয়েছে।
নতুন কমিটির সদ্য সদস্য সচিব মো. জহিরুল হক বিশ্বাস বলেন, আমাকে কমিটিতে কাজ করার সুযোগ দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকসহ সিনিয়র নেতাদের ধন্যবাদ জানাই। আমরা মিটিং ও আলোচনা করে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করব এবং দলের হাতকে শক্ত করতে কাজ করব।
তবে সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক ওবায়েদ পাঠান বলেন, কেন্দ্র নির্দেশনা মোতাবেক জেলা বিএনপির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষর ছাড়া নতুন কোনো কমিটি গঠন করা অবৈধ। তারা অর্থের বিনিময়ে অবৈধভাবে আমাদের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছেন। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসএসএইচ