কুমিল্লার ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন
কুমিল্লার বুড়িচংয়ে রেলক্রসিং পার হওয়ার সময় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার ধাক্কা লেগে ৭ জনের মৃত্যুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন রেলওয়ের কুমিল্লার ঊর্ধ্বতন কর্মকর্তা (পথ) মো. লিয়াকত আলী।
কুমিল্লা রেলওয়ের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসানকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। বাকি সদস্যদের নাম জানা যায়নি। তবে তাদের মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট ট্রাফিক অফিসার (এটিও), একজন আরএনবি অফিসার রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তদন্ত কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন
প্রসঙ্গত, মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার বুড়িচংয়ে রেলক্রসিং পার হওয়ার সময় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার তাদের মৃত্যু হয়। লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
আরিফ আজগর/আরএআর