ভেজাল ও রং মেশানো শিশুখাদ্য বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
চুয়াডাঙ্গার জীবননগরে ভেজাল ও রং মেশানো শিশুখাদ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অপরাধে আতিয়ার রহমান নামে এক ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন।
এ সময় ছাত্র প্রতিনিধি মুশফিকুর রহিম, ক্যাবের প্রতিনিধি রফিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষার্থে সহযোগিতায় ছিল সেনাবাহিনীর একটি চৌকস টিম।
অভিযান সূত্রে জানা যায়, জেলা টাস্কফোর্স ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জীবননগর উপজেলার বিডিআর ক্যাম্পের সামনে মেসার্স নিশান ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে তদারকি করা হয়। পূর্বে সতর্ক করা সত্ত্বেও অননুমোদিত পণ্য, নিম্নমানের ভেজাল শিশুখাদ্য বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ মূল্যবিহীন পণ্য বিক্রয়, বেনামি ক্ষতিকর রং মেশানো শিশুখাদ্য, চিপস ও বিভিন্ন খাবারের প্যাকেটে প্লাস্টিকের খেলনাযুক্ত অস্বাস্থ্যকর শিশুখাদ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়।
এ ছাড়া অনুমোদনবিহীনভাবে বিভিন্ন নিম্নমানের শিশুখাদ্য তৈরির সরঞ্জাম পাওয়া যায়। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. মতিয়ার রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক সজল আহম্মেদ ঢাকা পোস্টকে বলেন, এই প্রতিষ্ঠানের মালিককে পূর্বেও সতর্ক করা হয়েছিল। তিনি আবারও একই অপরাধে অভিযুক্ত হয়েছেন। ভেজাল ও রং মেশানো শিশুখাদ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া এসব পণ্যগুলো জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
আফজালুল হক/এএমকে