ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম আলো ও ডেইলি স্টার বন্ধের দাবিতে বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম আলো ও ডেইলি স্টার বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন মাদরাসার ছাত্র ও জনতা। রোববার (২৪ নভেম্বর) রাতে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিলে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে নানারকম স্লোগান দেওয়া হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
মিছিলে বক্তারা বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব লীন করে দিল্লির এজেন্ট হিসেবে কাজ করা প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে ঢাকার কারওয়ান বাজারে কথা বলা আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ জানাচ্ছি। তাছাড়া সোমবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার কোথাও প্রথম আলো ও ডেইলি স্টার বিক্রি করতে পারবে না। এমনকি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে প্রথম আলো ও ডেইলি স্টারের প্রতিনিধিরা যেন প্রবেশ না করে।
এ সময় বক্তব্য দেন মাওলানা একরাম হোসাইন, আব্দুল্লাহ কাফি, তারেক জামিল, আরিফুল হক, আরিফ বিল্লা মুজাহিদ, নাছরুল্লাহ মুয়াজ প্রমুখ।
মাজহারুল করিম অভি/এমজেইউ