ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-যুবদলের মধ্যে সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপি ও যুবদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে অন্নদার মোড়ে তরুণ দলের কমিটি গঠনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, আজ শনিবার (২৩ নভেম্বর) বিকেলে তরুণ দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। তবে সেই সভায় কমিটি গঠন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল। কর্মীসভা শেষে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দলাল মাহমুদ ও যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম তরুণ দলের কমিটি নিয়ে তর্কে জড়ায়। তর্কের এক পর্যায়ে দুলাল মাহমুদ ও নূর আলমের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় সরাইল উপজেলায় উত্তেজনা বিরাজ করছে।
ওসি রফিকুল ইসলাম বলেন, আহতের বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের শুরুতে সরাইল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাজহারুল করিম অভি/এএমকে