মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে অবৈধ দোকানপাট উচ্ছেদে যৌথবাহিনীর অভিযান
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ ও সেনাবাহিনী এসব অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান শুরু করে। উচ্ছেদ অভিযানে মানিকগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা সহযোগিতার করেন।
সরেজমিনে দেখা গেছে, অভিযানে বাসস্ট্যান্ড এলাকায় অদম্য-৭১ থেকে ফুটওভার ব্রিজ, পিটিআই গেইটের সামনে পর্যন্ত গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়। অভিযানের সময় রেখে যাওয়া দোকানের অবকাঠামো জব্দ করে একটি ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। কিছু দোকান মালিককে মালামাল অন্যত্র সরিয়ে নিতেও দেখা যায়।
আরও পড়ুন
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, বাসস্ট্যান্ড এলাকায় গড়ে ওঠা এসব দোকানপাটের কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হয়। এরা ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বাঁধা সৃষ্টি করছে। আমরা গত এক মাস পূর্বে এই উচ্ছেদ অভিযান শুরু করি। আমরা সপ্তাহে দুই দিন এসব অস্থায়ীভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করে আসছি। কিন্তু একদিন পরেই তারা আবার ফুটপাত দখল করে পুনরায় ব্যবসা করছে।
অবৈধ দোকানপাট উচ্ছেদের এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
উচ্ছেদ অভিযানে সদর থানা পুলিশ, সেনাবাহিনীর একটা টিম ও মানিকগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা উপস্থিত ছিলেন।
এমজে