সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ী হলেন যারা
প্রায় সাড়ে তিন বছর পর সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ১২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে নির্বাচন কমিশন এর ফলাফল ঘোষণা করে।
নির্বাচন কমিশন জানায়, নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ১১টি পদের বিপরীতে ৩২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫৫২ জন। এর মধ্যে ৫৩২ জন ভোট দিয়েছেন।
নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট এম শাহ আলম ২৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আব্দুস সাত্তার ২৫৪ ভোট পেয়েছেন।
সহ-সভাপতি পদে অ্যাডভোকেট এম. আবু বকর ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. মহিতুল ইসলাম পেয়েছেন ১৪১ ভোট।
সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ এমদাদুল ইসলাম ১৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. তোজাম্মেল হোসেন তোজাম পেয়েছেন ১১৬ ভোট। যুগ্ম-সম্পাদক পদে অ্যাডভোকেট মো. নুরুল আমিন ২১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. কামরুজ্জামান ভূট্টো পেয়েছেন ২১৪ ভোট।
মহিলা সম্পাদিকা পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সুলতানা পারভীন শিখা। কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম (৫) ১৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. জহুরুল হক পেয়েছেন ১৫৬ ভোট।
লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট আ ক ম শামসুদ্দোহা খোকন ৩০২ ভোট বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. মিজানুর রহমান বাপ্পী ২২২ ভোট পেয়েছেন। এছাড়া ক্রীড়া সম্পাদক পদে অ্যাডভোকেট মো. শাহেদুজ্জামান শাহেদ ২৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম (২) পেয়েছেন ২০৩ ভোট।
সদস্য পদে অ্যাডভোকেট আসাদুর রহমান বাবু ২৬৬ ভোট, অ্যাডভোকেট সুনীল কুমার ঘোষ ২৩২ ভোট ও অ্যাডভোকেট মো. সাইদুজ্জামান জিকো ১৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম খোকন। এছাড়াও অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট ফেরদৌসী আরা লুসি, অ্যাডভোকেট তারক চন্দ্র মিত্র, অ্যাডভোকেট আনিছুর কাদির ময়না, অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান, অ্যাডভোকেট এসএম মশিয়ার রহমান ও অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
ইব্রাহিম খলিল/এফআরএস