আওয়ামী সরকারের আমলে পরিকল্পিতভাবে ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করা হয়েছে
বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে পরিকল্পিতভাবে দেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করা হয়েছে। ফলে যোগ্য খেলোয়াড়রা জাতীয় দলগুলোতে স্থান না পাওয়ায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। পাশাপাশি ক্রীড়াঙ্গনের প্রতি আস্থা হারিয়ে ফেলায় দেশের কিশোর ও যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) সকালে পিরোজপুর জেলা স্টেডিয়ামে বরিশাল বিভাগের ক্রিকেটারদের নিয়ে মাদক ও কিশোর গ্যাং থেকে নতুন প্রজন্মকে ফিরিয়ে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার লক্ষ্যে আয়োজিত বরিশাল বিভাগীয় জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উদ্বোধনের পর লাল ও সবুজ দুটি দলে বিভক্ত হয়ে আজ এ খেলায় অংশ নেন খেলোয়াড়রা।
আমিনুল হক আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে মাদক ও সন্ত্রাসে সয়লাব হয়ে গিয়েছিল পুরো দেশ। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল আমাদের যুব ও ছাত্রসমাজ। তাই মাদক ও সন্ত্রাসমুক্ত এবং কিশোর গ্যাংমুক্ত একটি যুব ও ছাত্রসমাজ তৈরি করার লক্ষ্যে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে বিএনপি এ উদ্যোগ নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মেহরাব হোসেন অপি, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ও যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শাফিউল মিল্লাত/এমজেইউ