স্কুলে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল প্রধান শিক্ষকের
ফরিদপুরের সালথায় স্কুলে যাওয়ার পথে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মো. এসকেন্দার আলী ফকির (৫৫) নামে এক প্রধান শিক্ষক মারা গেছেন। এ ঘটনায় মিজানুর রহমান নামে আরেক সহকারী শিক্ষক আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের রামখন্ডের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুর শিবচরের পাচ্চর এলাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান ওই প্রধান শিক্ষক।
নিহত এসকেন্দার আলী ফকির সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামের মৃত রশিদ ফকিরের ছেলে। তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের বাবা। সালথার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তিনি।
এ দুর্ঘটনায় আহত গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, প্রধান শিক্ষক এসকেন্দার আলী ফরিদপুর শহরের আলীপুর মহল্লা এলাকায় একটি বাসায় বসবাস করেন। তিনি নিজেও ফরিদপুর শহরে ভাড়া থাকেন। সেখান থেকে আমরা প্রতিদিনই মোটরসাইকেলে করে স্কুলে যাওয়া-আসা করি।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফরিদপুর শহরের বাসা থেকে এসকেন্দার আলী আর তিনি মোটরসাইকেল করে স্কুলে যাচ্ছিলেন। পথে কানাইপুর ইউনিয়নের রামখন্ড মোড়ে গ্রামের ভেতরের একটি সড়ক দিয়ে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে আমাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে প্রধান শিক্ষক মাথায় প্রচণ্ড আঘাত পান। আর তিনি সামান্য আহত হন।
পরে এলাকাবাসী আহত এসকেন্দার আলীকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করেন। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসাদউজ্জামান বলেন, এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
জহির হোসেন/এএমকে