ময়মনসিংহে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
ময়মনসিংহের মুক্তাগাছায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও নকল বীজ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে সাত প্রতিষ্ঠানে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মুক্তাগাছা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হল—বিনিময় কসমেটিকসকে ৪ হাজার, রিয়াদ স্টোরকে ৫ হাজার, সামিয়া কসমেটিক্সকে ৪ হাজার, মেসার্স হাসেন বীজ ভান্ডারকে ৫ হাজার, ফারুক এন্টারপ্রাইজকে ৩ হাজার, বৈশাখী বীজ ভান্ডারকে ২ হাজার ও ভিআইপি কসমেটিকসকে ১ হাজার জরিমানা করা হয়েছে।
উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম এই অভিযান পরিচালনা করেন।
খবরের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, অভিযানের সময় মূল্যের তালিকা প্রদর্শন না করা, মেয়াদ-মূল্যহীন পণ্য, মেয়াদোত্তীর্ণ পণ্য ও নকল বীজ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আব্দুস ছালাম। অভিযানে সহায়তা করে মুক্তাগাছা থানা পুলিশের একটি টিম।
মো. আমান উল্লাহ আকন্দ/এএমকে