প্রকাশ্যে এলেন শিবিরের কুবি শাখার সভাপতি-সম্পাদক
দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মতো এবার প্রকাশ পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের পরিচয়।
বিশ্ববিদ্যালয়টির লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউসুফ ইসলাহি শিবিরের সভাপতি হিসেবে এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
বুধবার (২০ নভেম্বর) বিকেলে দুজনই শিবিরের কুবি শাখা কমিটির দায়িত্বে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কমিটিতে অন্যদের নাম জানাননি তারা।
শিবিরের কুবি শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, আমাদের প্রতিবছরই নতুন করে কমিটি গঠন করা হয়। পরিস্থিতির কারণে নেতৃত্বের নাম সামনে আনার সুযোগ হয়নি। আমাদের বর্তমান কমিটি চলতি বছরের জানুয়ারিতে গঠন করা হয়েছে। ডিসেম্বরে এই কমিটির মেয়াদ শেষ হবে। তবে পূর্ণাঙ্গ কমিটিতে কারা কারা রয়েছে, সেটি আমরা এখনই বলছি না। আমাদের নবীনবরণ অনুষ্ঠান চলছে। পরবর্তী সময়ে আমরা গণমাধ্যমে বিস্তারিত প্রকাশ করব।
সভাপতি ইউসুফ ইসলাহি সভাপতির পদে আছেন বলে নিশ্চিত করেছেন। তবে অনুষ্ঠান নিয়ে ব্যস্ত আছেন জানিয়ে তিনি পরে পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে কথা বলবেন বলে জানান।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০০৬ সালের ২৮ মে কুমিল্লার কোটবাড়ির সালমানপুরে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। দেশের ২৬তম এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় পরের বছর ২০০৭ সালের ২৮ মে। প্রতিষ্ঠার পর থেকেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনেকটা গোপনেই চলেছে ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রম। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের জন্য ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। ওই অনুষ্ঠানের মাধ্যমে সামনে আসে কুমিল্লা শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারির পরিচয়।
আরিফ আজগর/এএমকে