নারায়ণগঞ্জে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জ শহরের নলুয়াপাড়া এলাকায় চুরির অভিযোগে ছোট বাবু ওরফে বাবু (৫৫) নামে একজনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড নলুয়াপাড়া এলাকার মাঠে এ ঘটনা ঘটে। নিহত বাবু একই এলাকার বাসিন্দা।
বুধবার রাত পৌনে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমেদ।
ওসি নাসির আহমেদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ব্যক্তি ও অভিযুক্ত উভয়েই মাদকসেবী। ঘটনার দিনও তারা একজনের ঘরে মাদকসেবন করেন এবং আড্ডা দেয়ন। অভিযুক্ত ব্যক্তির ঘর থেকে এ সময় সাড়ে চার হাজার টাকা চুরি হয়। চুরির ঘটনায় বাবুকে দায়ী করে চোর বলে ধাওয়া দেন। পরে মাঠে নিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করা হয়।
ওসি আরও বলেন, এরপর অভিযুক্তরাই বাবুকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। পরে মরদেহ হাসপাতালে ফেলে তারা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনার সময় কয়জন ছিল তা আমরা তদন্ত করে দেখছি। অভিযুক্ত মিলনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।
মেহেদী হাসান সৈকত/এএমকে