সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু
সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাইদুল ইসলাম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) ভোর ৪টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সাতক্ষীরায় এ বছর ডেঙ্গুতে এটা প্রথম মৃত্যু।
সাইদুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরের শহর আলীর ছেলে। তিনি সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারে ভ্যারাইটি স্টোরে কর্মরত ছিলেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, সাইদুল ইসলাম শরীরে জ্বর নিয়ে গত ১৮ নভেম্বর বিকেল ৫টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ২০ নভেম্বর ভোররাতে মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডা. শেখ কুদরত-ই-খুদা বলেন, সাতক্ষীরায় এ বছর প্রথম ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নভেম্বর মাসে ডেঙ্গু উপসর্গ নিয়ে ৫৩ জন ভর্তি হয়ে সকলেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় সাতজন ভর্তি রয়েছে।
ইব্রাহিম খলিল/এমজেইউ