মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন অপহৃত দুই জেলে
পুশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যাওয়ার তিন দিন পর ৪২ হাজার টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন অপহৃত দুই জেলে। বুধবার (২০ নভেম্বর) পরিবারের কাছে ফিরে আসেন তারা।
জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া জেলেরা হলেন—শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামের মৃত আক্কাজ মোড়লের ছেলে ইয়াজুল ইসলাম (৫৫) ও চুনকুড়ি গ্রামের রাশিদুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন (২৮)।
ফিরে আসা জেলে ইয়াজুল ইসলাম ও ফয়সাল হোসেন জানান, গত ১৭ নভেম্বর রাতে বনদস্যুরা নিজেদের মনজু বাহিনীর সদস্য পরিচয়ে দুই স্থান থেকে দুটি নৌকার সাতজন জেলের মধ্য থেকে তাদের দুইজনকে উঠিয়ে নিয়ে তিন দিনের মধ্যে ৪২ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তাদের দাবিকৃত টাকা আমাদের পরিবার ও মহাজন পরিশোধ করলে বুধবার মুক্তি দেওয়া হয়।
পরে সুন্দরবনের সুপদি নামক এলাকা থেকে অন্য একটি জেলে নৌকায় করে সুন্দরবনের চালতেবাড়ি হয়ে বাগদিখালী দুনের খাল দিয়ে তারা লোকালয়ে ফিরে আসেন।
এদিকে, একই বনদস্যু দলের সদস্যরা তাদের মুক্ত করে দেওয়ার সময় আরও এক জেলেকে জিম্মি করেছে বলে জানান ফিরে আসা জেলেরা।
ইব্রাহিম খলিল/এএমকে