ছাত্র আন্দোলনে হতাহতের মামলায় প্রধান শিক্ষক কারাগারে
ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের মামলায় ফেনী সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন তসলিমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) ফেনী শহর থেকে গ্রেপ্তারের পর বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার গিয়াস উদ্দিন সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চরহুজুরী গ্রামের আজিম হাজী বাড়ির শরিয়ত উল্লাহর ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের ট্রাংক রোড এলাকা থেকে গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, গ্রেপ্তার গিয়াস উদ্দিন আন্দোলনে হতাহতের ঘটনায় ফেনী মডেল থানায় করা একটি মামলার এজাহারনামীয় আসামি। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তারেক চৌধুরী/এমটিআই