আখাউড়া সীমান্ত আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
আখাউড়া সীমান্ত আবাসিক হোটেল থেকে তপন ঘোষ (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা বন্দর এলাকার এই হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তপন ঘোষ মুন্সিগঞ্জের শ্রীনগর থানার কবুতর খোলা গ্রামের দুলাল চন্দ্র ঘোষের ছেলে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. ইদন মিয়ার মালিকানাধীন হোটেলের সিলিং ফ্যানে রশি দিয়ে গলায় ফাঁস নেন তপন। এর আগে, রোববার (১৭ নভেম্বর) স্থলবন্দর এলাকায় সীমান্ত আবাসিক হোটেলের একটি রুম ভাড়া নেন তিনি। ঘটনার দিন সকালে রুম সার্ভিস ম্যান ওই কক্ষটির দরজায় গিয়ে ডাকাডাকি করেন। পরে দরজা না খুললে ম্যানেজার এসে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাননি। এতে সন্দেহ হলে তপনের রুমের জানালা খুলে তার ঝুলন্ত মরদেহ দেখা যায়। এরপর খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজারকে থানায় নেওয়া হয়েছে।
মাজহারুল করিম অভি/এফআরএস