মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত দুই
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আশিক নূর (৪৫) ও সুলেমান মিয়া (৩২) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় সাচনা-বেহেলী সড়কের রাজাপুর ব্রিজের পাশে একটি মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক নূর বেহেলী ইউনিয়নের আলীপুর গ্রামের মৃত শুক্কুর মাহমুদের ছেলে এবং সুলেমান মিয়া একই ইউনিয়নের বাগানী গ্রামের জামাল মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, কুয়েত প্রবাসী আশিক নূর চলতি মাসের শেষ সপ্তাহে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। নতুন পোশাক কেনার জন্য তিনি সুলেমান মিয়াকে সঙ্গে নিয়ে সাচনা বাজারের দিকে রওনা দেন। অপরদিকে, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের অটোরিকশার চালক ইয়ামিন (১৮) সাচনা বাজার থেকে যাত্রী নিয়ে বেহেলী বাজারের দিকে যাচ্ছিলেন। পথে রাজাপুর ব্রিজের কাছে পৌঁছালে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা আশিক নূরকে জামালগঞ্জ সদর হাসপাতালে এবং সুলেমান মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ. ম কামাল হোসাইন জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে এবং সংঘর্ষে জড়িত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে চালক ইয়ামিন পলাতক আছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তামিম রায়হান/এফআরএস