চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের পর মধ্যরাতে বিএনপির মিছিল
চট্টগ্রাম নগরীর পল্টন রোড এলাকায় মধ্যরাতে মিছিল করেছে বিএনপি। একই এলাকায় এর আগে মিছিল করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীরা।
সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১২ টার দিকে বিএনপির নেতাকর্মীদের এই মিছিল করতে দেখা যায়।
ঢাকা পোস্টের হাতে আসা ভিডিও ও স্থানীয় সূত্রে জানা গেছে, এগারোটার দিকে ছাত্রলীগের ১০ থেকে ১২ জন কর্মী মিছিল করে। এরপর সাড়ে ১২টার দিকে বিএনপির মিছিল শুরু করে। ‘শেখ হাসিনার আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’, ‘কে বলেরে জিয়া নাই, জিয়া সারা বাংলায়’, ‘এক জিয়া লোকান্তরে, ‘লক্ষ জিয়া ঘরে ঘরে’, ‘ধর ধর ধর লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’— প্রভৃতি স্লোগান দেয় তারা।
এর আগে রোববার রাতেও চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় মিছিল করে ছাত্রলীগের কর্মীরা। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
তারও আগে, গত ১৮ অক্টোবর দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তিনটি ভিডিওতে দেখা যায়, রাত সাড়ে ১২টার দিকে ২০-৫০ জন তরুণ জামালখান এলাকায় কয়েক মিনিটের মিছিল করে সটকে পড়েন। মিছিলের অগ্রভাগে মোটরসাইকেল যোগে কয়েকজন ছিলেন। যাদের সবার মুখ মাস্কে ঢাকা। মিছিলে ‘শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’ বলে স্লোগান দেওয়া হয়। এরপর দ্রুত তারা ওই স্থান ত্যাগ করেন।
ওই ঘটনার পর কোতোয়ালী থানা পুলিশ চারজন, চকবাজার একজন এবং পাঁচলাইশ থানা পুলিশ তিনজনকে আটক করে।
আরএমএন/এমটিআই