বিআরটিএ’র অভিযানে ৫ মামলায় ২১৫০০ টাকা জরিমানা
নোয়াখালীতে অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহন পরিচালনার দায়ে পাঁচ মামলায় ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ নভেম্বর) দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নোয়াখালী সার্কেলের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান। অভিযানে অবৈধভাবে বসা বিভিন্ন বাসের কাউন্টার উচ্ছেদ করা হয়।
সোনাপুরের বাসিন্দা মো. আজাদ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, রাস্তার ওপরে অবৈধ দোকান দিয়ে দীর্ঘদিন ধরে কাউন্টারগুলো চলছিল। অভিযানের মাধ্যমে উচ্ছেদ হওয়ায় যানজট কমানোর পাশাপাশি মানুষের ভোগান্তি কমেছে। এরা যেনো বারবার না বসতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
বিআরটিএ নোয়াখালীর মোটরযান পরিদর্শক মাহবুব রাব্বানী ঢাকা পোস্টকে বলেন, নানা অনিয়মের অভিযোগ থাকায় বিআরটিএ নোয়াখালী সার্কেল, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা অনেককে দেখেছি যারা অসচেতন। তারা নিজেদের কাগজপত্রের মেয়াদ চলে গেছে তাও নবায়ন করেনি। বর্তমানে বিআরটিএ অফিসে যাওয়ার প্রয়োজন নাই। সবকিছু অনলাইনে হয় এবং ড্রাইভিং লাইসেন্স কুরিয়ারে বাসার ঠিকানায় চলে যাবে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহন পরিচালনার দায়ে পাঁচ মামলায় ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। যা চলমান থাকবে। অবৈধ যানবাহন রাস্তায় চলতে দেওয়া হবে না। অভিযানে অবৈধভাবে বসা বিভিন্ন বাসের কাউন্টার উচ্ছেদ করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
এএমকে