পিরোজপুরে উপজেলা বিএনপির সদস্য সচিবের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা বিএনপির সদস্যসচিব মনির আকনের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে ঝাড়ু মিছিল করা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে ছাত্র-জনতা জাতীয় পতাকা, আবু সাইদ ও মুগ্ধের ছবি সম্বলিত প্লাকার্ড এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মনির আকনের একটি কুশপুত্তলিকাসহ ঝাড়ু হাতে এ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার সামনে মনির আকনের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপজেলা কমিটির আহ্বায়ক এবং ভান্ডরিয়া সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মো. আক্তারুজ্জামান কানন সিকদার, সদস্য সচিব মো. হেমায়েত হাওলাদার, সদস্য মো. সিদ্দিকুর রহমান জোমাদ্দার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনির আকন ৫ আগস্টের পর থেকে বিভিন্ন ব্যক্তিকে মামলা দিয়ে এবং মামলার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। কখনো কখনো মানুষকে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগ করা হয় এ সমাবেশে। মনির আকনের এ জাতীয় কর্মকাণ্ড থেকে রেহাই পেতে প্রশাসন ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. আলমগীর হোসেন বলেন, আমাদের দলের অভ্যন্তরীণ কোনো বিষয় থাকলে তা লিখিতভাবে জানানো উচিত ছিল। আমাদের কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা লিখিতভাবে জানালে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। তবে যারা মিছিল করেছেন, তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। দলের কোনো লোক কারো বিরুদ্ধে মিছিল করতে পারেন না। মিছিলে দলীয় কোনো নেতাকর্মী থেকে থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
শাফিউল মিল্লাত/এফআরএস