সংস্কার দোকান থেকে কেনার বিষয় না, চলমান প্রক্রিয়া
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না, এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে, তার ভিত্তিতেই সংস্কার হবে।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যশোরের সরকারি কর্মকর্তা, সুধিমন্ডলী, ছাত্র নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।
হাসান আরিফ বলেন, উপদেষ্টা পরিষদ কোনো রুটিন সরকার না। ট্রাষ্টি হিসেবে কাজ করছে। একটি বৈষম্যহীন সমাজ তৈরির লক্ষ্য নিয়ে এ সরকার কাজ করছে। আগামীর সমাজ গঠনে সবার অবদান থাকবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয়, সমগ্র দেশের মানুষের জন্য। সিস্টেম গড়ে তোলা হবে। যাতে ব্যক্তি চলে গেলেও তা চলমান থাকে।
তিনি আরও বলেন, দেশের পর্যটন স্পটগুলোতে সুযোগ-সুবিধা বাড়ানো হবে। যাতে দেশীয় পর্যটন খাত প্রসারিত হয়। কৃষিজমি রক্ষায় মাস্টার প্ল্যান করা হবে। আগামীর বাসস্থান ঊর্ধ্বমুখী হবে। পাশাপাশি ভূমি আইন সংস্কার কাজ চলমান রয়েছে। এতে করে ভূমি সংক্রান্ত সকল অনিয়ম-দুর্নীতি বন্ধ হবে এবং ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের অবসান হবে।
মতবিনিময় সভায়, বিএনপি, জামায়াতে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের মতামত দেন।
এ্যান্টনি দাস অপু/আরএআর