শরীয়তপুর বাজারে অভিযান, ২৭০ কেজি পলিথিন জব্দ
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে বাজারের একটি দোকান থেকে ২৭০ কেজি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে পলিথিনগুলো জব্দ করা হয়।
জানা গেছে, অন্তর্বর্তী সরকার সুপারশপসহ বাজারে পলিথিন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করার পরপরই শরীয়তপুর পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে আসছে। সোমবার পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে ভোজেশ্বর বাজারে পলিথিনবিরোধী অভিযান চালায়। এ সময় বাজারের মেহেদীর (২২) দোকানে পাওয়া ২৭০ কেজি পলিথিন জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দোকানি মেহেদীকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান ঢাকা পোস্টকে বলেন, পলিথিনসহ পরিবেশ ধ্বংস করে এমন কার্যক্রমের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর কাজ করছে। এরই অংশ হিসেবে জেলা প্রশাসনের সহায়তায় ভোজেশ্বর বাজার থেকে ২৭০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পলিথিনবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের নির্দেশনায় ভোজেশ্বর বাজারের একটি দোকান থেকে পলিথিন জব্দ করে ওই দোকানিকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।
সাইফ রুদাদ/এফআরএস