প্রাথমিক পাঠ্যপুস্তকেও সামান্য পরিবর্তন, বই বিতরণ জানুয়ারিতেই
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার পাঠ্যপুস্তকেও সামান্য পরিবর্তন আনা হবে। আর উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে বড় ধরনের সংস্কার করা হবে।
উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, সকল প্রক্রিয়া সম্পন্ন করে জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যাবে।
সোমবার (১৮ নভেম্বর) সকালে সুনামগঞ্জের দিরাই উপজেলার ফিমেল একাডেমি পরিদর্শনের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।
শিক্ষকদের রাজনীতিতে অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি রোধে কাজ চলছে। নিয়োগ প্রক্রিয়ার পর প্রশিক্ষণ এবং সঠিক নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সুনামগঞ্জ হাওর অঞ্চলের শিক্ষাব্যবস্থায় শিক্ষক ও কর্মকর্তার সংকট মোকাবিলায় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুর্গম হাওর এলাকায় আবাসিক শিক্ষাব্যবস্থা চালুর পাশাপাশি শিক্ষার মানোন্নয়নেও কাজ করা হবে।
পরিদর্শনকালে উপদেষ্টা হাওরের দুটি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখেন। এ সময় সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তামিম রায়হান/এমজেইউ