আমরা ‘রাজপথের পশু’দের থেকে নিরাপদ থাকার কথা ভাবি না!
নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, ‘বনের পশুদের হাত থেকে রক্ষা পেতে আমরা সাবধানতা অবলম্বন করি কিন্তু রাজপথের পশুদের থেকে নিরাপদ থাকার কথা ভাবি না।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে ফরিদপুর ব্র্যাকের লার্নিং সেন্টারে সড়ক দুর্ঘটনা নিয়ে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, সড়কে চলাচলের সময় তাড়াহুড়ো করি নিজের জীবনের দিকে তাকাই না। এ জন্য আমরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হই।
আরও পড়ুন
তিনি বলেন, আমরা যখন বনের মধ্যে চলাচল করি তখন ওইসব হিংস্র জন্তুদের বিষয়ে আমরা সতর্ক থাকি সাবধানতা অবলম্বন করি কিন্তু সড়কে চলাচল করার সময় সড়কের হিংস্র প্রাণিদের ব্যাপারে আমরা সতর্ক হই না, সাবধানতা অবলম্বন করি না। এজন্য আমাদের প্রতিনিয়ত বিপদের মুখে পড়তে হয়।
বিশ্ব সড়ক দুর্ঘটনায় হতাহতদের স্মরণ দিবস উপলক্ষ্যে ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় মডারেটর হিসেবে ছিলেন, ব্র্যাকের প্রশাসন ও সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক আহমেদ নাজমুল হুসেইন। আলোচনায় অংশ নেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী, ব্র্যাকের স্বাস্থ্য এবং মানবিক সঙ্কট ব্যবস্থাপনা কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক মো. আকরামুল ইসলাম এবং মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সহযোগী পরিচালক মো. বেলায়েত হোসেন।
সভায় বক্তারা বলেন, নিয়ম মেনে সচেতন হয়ে সড়কে চলাচল করলে দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা যায়। নিরাপদে পথ চলার জন্য সড়কের নিয়ম সম্পর্কে জানা এবং তা মেনে চলার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অনেকাংশে কমানো সম্ভব।
সভায় জানানো হয়, প্রতি বছর সারা বিশ্বে সড়ক দুর্ঘটনায় ১১ থেকে ১২ লাখ মানুষ নিহত হয়। চলতি বছর অক্টোবর পর্যন্ত সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ছয় হাজার ৬৭ জন। এর মধ্যে ব্র্যাকের কর্মী নিহত হয়েছেন ১৭ জন।
এ সভায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ জন ব্র্যাক কর্মীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে রাজবাড়ীতে অবস্থিত ব্র্যাক ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণার্থী ১২ জন নারী অনুষ্ঠানে অংশ নেন।
জহির হোসেন/এমএসএ