বেতন পেলেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা, শনিবার খুলবে কারখানা
নির্ধারিত সময়ের তিন দিন আগেই গাজীপুর মহানগরীর টিএনজেড গ্রুপের পাঁচটি কারখানার ৩ হাজার ৬২০ জন শ্রমিক ও ১২০ জন স্টাফের এক মাসের বকেয়া পরিশোধ করেছে কারখানা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় তাদের অ্যাকাউন্টে বেতনের টাকা দেওয়া হয়।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান এ তথ্য জানান। তিনি বলেন, আমরা শুনেছি কারখানা কর্তৃপক্ষ নির্দিষ্ট তারিখের তিন দিন আগেই বেতন দেওয়া শুরু করেছে।
এদিকে বেতন পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন শ্রমিকরা। কারখানার শ্রমিক শহিদুল ইসলাম বলেন, আগামী রোববারের মধ্যে বেতন দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা বৃহস্পতিবার সন্ধ্যায় বিকাশ অ্যাকাউন্টে বেতন পেয়ে গেছি। আমাদের মালিকপক্ষ কথা দিয়ে কথা রেখেছেন। আমরা সবাই খুশি।
আগামীকাল শনিবার থেকে কারখানাগুলো পুনরায় চালু হবে বলে জানিয়েছেন টিএনজেড গ্রুপের চেয়ারম্যান হেদায়াতুল হক। তিনি আশা করছেন, এদিন শ্রমিকরা কাজে যোগ দেবে এবং কারখানার উৎপাদনে অংশ নিয়ে মালিকপক্ষের ক্ষতি পুষিয়ে নিতে সহযোগিতা করবে।
শিহাব খান/এমজেইউ