পরিমাপে কম দেওয়ায় বরিশালে ফিলিং স্টেশনকে অর্ধলাখ টাকা জরিমানা
পরিমাপে কম দেওয়ায় বরিশালের বাকেরগঞ্জে মেসার্স হাওলাদার ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এই অর্থদণ্ড দেন।
বাকেরগঞ্জ পৌরসভা সংলগ্ন হাওলাদার ফিলিং স্টেশনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই পেট্রোল, অকটেন ও ডিজেল পরিমাপে কম দেওয়ার অভিযোগ ছিল। অভিযোগের প্রেক্ষিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃহস্পতিবার মেসার্স হাওলাদার ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন। পরিমাপে কম পাওয়ায় মানদণ্ড আইন ২৯/৪৬ নং ধারা অমান্য করায় ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাকেরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনাকালে জেলা বিএসটিআই পরিদর্শক আব্দুল্লাহ আল নাহিদ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বলেন, মেসার্স হাওলাদার ফিলিং স্টেশনে অভিযানকালে বিএসটিআই পরিদর্শক দলের পরিমাপক যন্ত্রের সাহায্যে ১০ লিটার করে ডিজেল, পেট্রোল ও অকটেন পরিমাপ করা হয়। তাতে প্রতিটি ক্ষেত্রে ১০ লিটারে প্রায় এক থেকে দেড় লিটার করে তেল পরিমাপে কম পাওয়া যায়। তাই বিধি লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ