বরিশালে এক দিনে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু
বরিশাল বিভাগে এক দিনে ডেঙ্গু আক্রান্ত দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৪৭ জনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল তথ্য নিশ্চিত করেছেন।
ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, বরগুনার পাথরঘাটা উপজেলার হেলেনা বেগম (৫১) বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও ভোলা সদরের উত্তর দিঘলদী এলাকার মোশারেফ (৩৫) ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও ৮০ জন রোগী চিকিৎসাসেবা নিতে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগের হাসপাতালগুলোতে ৩০৭ রোগী চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, নতুন ভর্তি হওয়া ৮০ জন ডেঙ্গু রোগীর মধ্যে ১৪ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে ১৩ জন, পটুয়াখালীতে ৮ জন, ভোলায় ১১ জন, পিরোজপুরে ১১ জন, বরগুনায় ২১ জন ও ঝালকাঠিতে ২ জন রোগী গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিতে ভর্তি হন।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ৬ হাজার ৬৬৮ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৩১৪ জন। মারা যাওয়া ৪৭ জনের মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ ৩৬ জন, পিরোজপুরে তিনজন, বরগুনায় তিনজন, ভোলায় তিনজন, পটুয়াখালীতে একজন ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে একজন।
সৈয়দ মেহেদী হাসান/এমজেইউ