ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৬
ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস এলাকার আজাহার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক (৫০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুল মালেক ওই ফিলিং স্টেশন এলাকায় একটি চায়ের দোকানের মালিক ছিলেন।
এর আগে হিমেল মুন্সী (২৫), আব্দুল কুদ্দুস (৮০), আবুল হোসেন (৪৫), তোফাজ্জল হোসেন (৪২) ও কামরুল হাসান (৩৫) মারা যান। বর্তমানে আগুনের ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে সুমী আক্তার (৩০) নামে আরও একজন ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুইজন চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা এসএম নূর হোসেন।
এর আগে গত ৪ নভেম্বর বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ নগরীর আজাহার ফিলিং স্টেশনে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৭টি গাড়ি অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায়। এর মধ্যে একটি প্রাইভেটকার, তিনটি সিএনজিসহ অন্যান্য গাড়ি রয়েছে।
এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় গত ৬ নভেম্বর নিহত প্রাইভেটকারচালক হিমেল মুন্সীর মা ইয়াসমিন ওরফে হেনা বাদী হয়ে আজহার ফিলিং স্টেশনের মালিক আজহারসহ ৬ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় আসামিরা বর্তমানে জামিনে আছে বলেও জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই নূর হোসেন।
মো. আমান উল্লাহ আকন্দ/এমজেইউ