মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা
সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তারের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন করা হয়েছে।
জেলা পর্যায়ে এটি তাদের ষষ্ঠ আহ্বায়ক কমিটি বলে উল্লেখ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
কমিটি গঠন-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে।
মেহেরপুর সরকারি কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার কমিটিতে আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিব করা হয়েছে কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী মো. মুজাহিদুল ইসলামকে। এ ছাড়া কওমি মাদ্রাসার শিক্ষার্থী মো. শাওন শেখকে করা হয়েছে মুখ্য সংগঠক।
কমিটির মুখপাত্র মেহেরপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী আনিকা তাবাচ্ছুম আঁখি।
আরও পড়ুন
এ ছাড়া কমিটিতে ৭ জনকে যুগ্ম আহ্বায়ক, ৭ জনকে যুগ্ম সদস্য সচিব, ৪ জনকে সংগঠক ও ২৯ জনকে সদস্য করা হয়েছে।
আকতারুজ্জামান/এনএফ