নতুন উপদেষ্টারা কাজের মাধ্যমে তাদের যোগ্যতা প্রমাণ করবেন
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জনগণের পক্ষ থেকে জনগণের মনোনীত সরকার আমরা। জনগণের প্রতিনিধিত্ব করার জন্যই আমরা। নতুন যাদের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে আশা করি বাংলাদেশের জনগণ তাদের কাজ দেখে বিচার করবে। যদি দেখি, জনগণের পক্ষ থেকে কোনো অভিযোগ আসে তাহলে আমরা বিষয়টি খতিয়ে দেখব। তবে আমরা মনে করি যে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তারা জনগণের পাশে থাকবেন। তারা কাজের মাধ্যমে তাদের যোগ্যতা প্রমাণ করবেন।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মাহফুজ আলম বলেন, মওলানা ভাসানী আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। আর আমরা আশা করি মওলানা ভাসানী যে স্বপ্ন দেখেছিলেন এই দেশকে নিয়ে তা বাস্তবায়ন হবে।
এ সময় অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমলাতন্ত্রটা জনগণের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলতো। জনগণের সেবক হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি সব কর্মকর্তা। আমরা চাই, সব কর্মকর্তা জনগণকে যেন তাদের পাশে দাঁড়িয়ে সেবাটা দেন। প্রভুত্বমূলক জায়গায় না থেকে, সরকারের সঙ্গে জনগণের দূরত্বটা যাতে কমিয়ে আনা যায়- সেটার জন্য আমরা আরও পলিসি লেভেলে কাজ করব। এই অভিযোগগুলো যাতে না থাকে- যেমনটা তথ্যের ঘাটতি বা তাদেরকে পাওয়া যায় না। যাতে কেউ বলতে না পারে কোনো সরকারি কর্মকর্তাদের পাওয়া যায় না।
পরে সন্ধ্যায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে মওলানা ভাসানী পাঠচক্র ও জাতীয় নাগরিক কমিটি আয়োজিত মওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তারা অংশগ্রহণ করেন।
অভিজিৎ ঘোষ/আরএআর