মাতৃত্বকালীন ভাতার কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
নাটোরে বড়াইগ্রামে মাতৃত্বকালীন ভাতার কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মো. রুবেল (২৫) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে বড়াইগ্রামের রাজাপুর বাজারে দুই গ্রুপের কথা কাটাকাটির একপর্যায়ে তিনি বাম হাতে গুলিবিদ্ধ হন।
আহত মো. রুবেল বড়াইগ্রামের অর্জনপুর এলাকার বাসিন্দা। তিনি বড়াইগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শাহীনের সমর্থক।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড়াইগ্রামের গোপালপুর ইউনিয়ন পরিষদে কার্ড নিয়ে বড়াইগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রনি আহমেদ গ্রুপের বেলাল মেম্বার ও তার সমর্থকদের সঙ্গে শাহীন গ্রুপের সামাদ, জামিলের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর রনির সমর্থকরা মিছিল নিয়ে বাজারের দিকে গেলে শাহিনের সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রনির গ্রুপের লোকজন দুই রাউন্ড গুলি চালালে শাহিন গ্রুপের রুবেল বাম হাতে গুলিবিদ্ধ হন। রনি ঢাকায় অবস্থান করায় ওনার চাচা বেলাল মেম্বার মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
নাম প্রকাশ না করার শর্তে গোপালপুর ইউনিয়ন পরিষদের এক কর্মকর্তা বলেন, শেখ হাসিনা সরকার পতনের পরে গোপালপুর ইউপির টিসিবির ১৩৯৪টি কার্ডের মধ্যে ১০০ কার্ড বাতিল হয়। পরে সেগুলো বণ্টনের সময় রনি গ্রুপের সমর্থকরা ৫৪টি এবং অন্যান্যরা বাকিগুলো পায়, কিন্তু শাহীন গ্রুপ পায় না। এ নিয়েই রেষারেষি চলছিল। এ মাসের মাতৃত্বকালীন যে পাঁচটা কার্ড এসেছে সেই কার্ড পাওয়া নিয়েই প্রথমে তর্কবিতর্ক শুরু হয়। ইউনিয়ন পরিষদের ভেতরে বাকবিতণ্ডা। এরপর বাজারে দুই গ্রুপের সংঘর্ষের সময় শাহীনের সমর্থক রুবেল নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, আজ বুধবার দুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধের বিষয়টি নিশ্চিত না। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
গোলাম রাব্বানী/এএমকে